ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পশ্চিমা গণমাধ্যমের ওপর চটেছেন দীপিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মে ৫, ২০১৭
পশ্চিমা গণমাধ্যমের ওপর চটেছেন দীপিকা দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয় করার পর থেকে পশ্চিমা বিশ্বের কাছে একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এদিকে, চলতি বছর ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এ অভিনয়ের মধ্যমে হলিউডে পা রেখেছেন দীপিকা পাড়ুকোন।

বর্তমানে বলিউডের এই দুই সুন্দরীকে এখন হলিউডের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। কিন্তু ভারতের বাইরে পশ্চিমা অনেক গণমাধ্যম বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে আরেক আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে গুলিয়ে ফেলে।

এজন্য তাদের প্রতি নিন্দা জানিয়েছেন ‘বাজিরাও মাস্তানি’র তারকা দীপিকা। এমনকি এসব গণমাধ্যমকে বর্ণবাদী বলেও মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে দীপিকার ভাষ্য, ‘একই রঙের দু’টি মানুষ কোনোদিন এক হতে পারে না। ’

গত মাসে একটি ভিডিও প্রকাশ হয়েছিলো। যেখানে দেখা যাচ্ছিলো, লস অ্যাঞ্জেলসের একটি বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন দীপিকা। কিন্তু ভিডিও ধারনকারী একজন তাকে বলেন, ‘হ্যালো প্রিয়াঙ্কা’। এরপরই এমন মন্তব্য করেন দীপিকা।

* আলোচিত সেই ভিডিও:

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মে ০৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।