ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সংগীতশিল্পী থেকে পরিচালক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মে ৬, ২০১৭
সংগীতশিল্পী থেকে পরিচালক এ.আর রহমান (ছবি: সংগৃহীত)

তিন দশকের বেশি সময় ধরে সংগীত দুনিয়ায় রাজত্ব করে আসছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী এ.আর রহমান। এবার পরিচালনার খাতায় নিজের নাম লেখালেন তিনি। সম্প্রতি নিজে মুখেই এমনটা জানিয়েছেন অস্কারজয়ী এই গায়ক।

বিশ্বের প্রথম ভার্চুয়াল রিয়্যালিটে (ভিআর) মাল্টি-সেনসোরি এপিসোডিক ফিচার ফিল্ম ‘লে মাস্ক’-এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন এ.আর রহমান।

এতে অভিনয় করবেন ফ্রেন্স অভিনেত্রী নোরা আরনেজেদার।

প্রথম ছবি পরিচালনা প্রসঙ্গে ৫০ বছর বয়সী এই সংগীতশিল্পী জানান, ‘আমার মনে হলো পরিচালনা করার এটি উপযুক্ত সময়। কেননা এখনও পর্যন্ত কেউ এ ধরনের ছবি নির্মাণ করেননি। ’

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মে ০৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।