ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কনসার্ট নিয়ে অভিযোগ

জাস্টিনের ক্ষমা প্রার্থনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, মে ১১, ২০১৭
জাস্টিনের ক্ষমা প্রার্থনা জাস্টিন বিবার (ছবি: সংগৃহীত)

প্রথমবার ভারত মাতাতে এসেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী জাস্টিন বিবার। কিন্তু তার পরিবেশনা নিয়ে উঠেছে অনেক প্রশ্ন। সুনামের বদলে দুর্নামটাই বুঝি জুটলো এই কানাডিয়ান তারকার ভাগ্যে!

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বিবারের পরিবেশনা দেখে ভক্তরা না-কি প্রসংশার চেয়ে অভিযোগটাই বেশি করেছেন।

জাস্টিনের কনসার্ট নিয়ে অভিযোগ করে অমিত সরকার নামে এক ভক্ত জানান, ‘ফেব্রুয়ারি মাস থেকে তার কনসার্টটির জন্য অপেক্ষা করছিলাম আমি।

কিন্তু তিনি যে এমন করবেন সেটি বিশ্বাসযোগ্য নয়। সিডিতে গান বাজিয়ে শুধু ঠোঁট মেলানো এটি মোটেও উচিত ছিলো না। কেননা বিষয়টি একেবারে পরিষ্কার দেখা যাচ্ছিলো, তিনি শুধু গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে যাচ্ছিলেন। ’

শুধুমাত্র অমিত নয়, একই জিনিস ধরা পড়েছে বিবারের অনেক ভক্তদের চোখে। তাদের মধ্যে একজন হলেন টিনা জোশি। তিনি জানান, ‘তার এরকম পরিবেশনা সত্যি হতাশাজনক। আমি তাকে সরাসরি গান গাইতে দেখতে চেয়েছিলাম। কিন্তু তিনি যা করেছেন সেটি কখনও আশা করিনি। ’

এদিকে, ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন জাস্টিন। কনসার্টে ‘নেভার লেট ইউ গো’ গানটি গাওয়ার পর গিটার হাতে নেন তিনি। কিন্তু যখনই সেটি বাজাতে গেলেন ভিন্ন সুর বেরিয়ে এলো তার থেকে। যার ফলে কিছুটা বিব্রত হয়ে পড়েছিলো জাস্টিন ভক্তরা। এ কারণে স্টেডিয়ামে উপস্থিত সকলের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

বুধবার (১০ মে) মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ছিলো শুধুই বিবারময়। যেখানে ২৩ বছর বয়সী এই পপ সেনসেশন বরণ করে নেয় ৪৫ হাজার দর্শক।

‘হোয়্যার আর ইউ নাও’, ‘সরি’, ‘বয়ফ্রেন্ড’, ‘কোল্ড ওয়াটার’, ‘আই উইল শো ইউ’- একটার পর একটা গান গেয়েছেন জাস্টিন। আর সেই তালে প্রতিবারই কেঁপে উঠেছে বিবার ভক্তরা। রাত সাড়ে ৯টার দিকে ‘বেবি’ গান দিয়ে অনুষ্ঠান শেষ করেন বিবার।

জাস্টিনের অনুষ্ঠান দেখতে সাধারণ ভক্তদের পাশাপাশি উপস্থিত হয়েছিলো প্রায় গোটা বলিউড। ছিলেন সপরিবার বনি কাপুর, বিপাশা বসু-করণ সিং গ্রোভার দম্পতি, আলিয়া ভাট, মালাইকা আরোরা, আরবাজ খান, প্রযোজক ভূষণ কুমার, অয়ন মুখার্জিসহ একঝাঁক তারকা।  

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মে ১১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।