ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সেই আতিক হাসান!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, মে ৩০, ২০১৭
সেই আতিক হাসান! আতিক হাসান, ছবি: সংগৃহীত

‘মাধবী কী ছিলো গো ভুল’, ‘যখন শুধু মনে পড়ে তোমাকে’, ‘বোঝোনি ভুল করে’— গানগুলো এক সময় বেশ জনপ্রিয় হয়েছিলো। শিল্পী ছিলেন আতিক হাসান। ২০০২ সালে যাত্রা শুরু করে ১৪টি একক প্রকাশ করেছিলেন তিনি। এরপর কাজ কমিয়ে দেন। শেষ খবর হলো, ঈদুল ফিতরে নতুন গান নিয়ে ফিরছেন আতিক হাসান।

সম্প্রতি ‘তুই কি আমার হবি’ ও ‘কন্যা’ নামে দুটি গানে কণ্ঠ দিয়েছেন আতিক। এন আই বুলবুলের লেখা প্রথম গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজিব হোসেন।

আর লিমন আহমেদের কথায় জিয়াউদ্দিন আলমের ‍সুরে  ‘কন্যা’র সংগীত পরিচালনা করেছেন সজীব দাস । ঈদ উপলক্ষে এগুলো প্রকাশ পাবে যথাক্রমে সিডি চয়েস মিউজিক ও জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে।  

৩০ মে বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপচারিতায় আতিক হাসান বলেন, ‘দেড় বছর আগে সবশেষ গান প্রকাশ করেছিলাম। এবার বেশ কিছু গান নিয়ে ফিরছি। এগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হবে। ধাপে ধাপে ভিডিও আসবে। ’

এখনকার সংগীতাঙ্গনের প্রবণতা নিয়ে তিনি বললেন, ‘আমার মনে হয়, আজকাল একই ধাঁচের গান বেশি হচ্ছে, বৈচিত্র্য নেই। ’

নিজের নতুন গানগুলো আলাদা উল্লেখ করে জনপ্রিয় এই শিল্পী বলেন, ‘আগে যে ধরনের গান করেছি, এগুলো একটু তার বাইরে। শ্রোতারা শুনলেই বুঝবেন। ’

আতিক হাসানের সবশেষ একক বের হয় ২০১২ (২০১৩!) সালে। এর নাম ছিলো ‘এক পৃথিবী দুঃখ’। এরপর গেয়েছেন মিশ্র অ্যালবামে। আর অংশ নিয়েছেন টেলিভিশনে সরাসরি পরিবেশনায়।

আতিক আরও জানান, সংগীত নিয়মিত চর্চার বিষয়। এখনও সেটি ধরে রেখেছেন তিনি। এ কারণেই নতুন করে ফিরে অাসার ব্যাপারে আশাবাদী এই গায়ক।  

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মে ৩০, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।