ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্নেহার ফেরা না ফেরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, জুন ৩, ২০১৭
স্নেহার ফেরা না ফেরা স্নেহা উল্লাল (ছবি: সংগৃহীত)

দীর্ঘদিন ধরেই রূপালি পর্দার আঁড়ালে রয়েছেন বলিউড অভিনেত্রী স্নেহা উল্লাল। সবশেষ তেলুগু ছবি ‘আন্থা নে মায়ালোন’-এ অভিনয় করেন তিনি। খুব শিগগিরই মুক্তি পাচ্ছে স্নেহার তেলুগু ছবি ‘আয়ুষ্মান ভাবা’। এর মাধ্যমে চার বছর পর ফের রূপালি পর্দায় ফিরছেন তিনি। এতে স্নেহার সহশিল্পী হিসেবে রয়েছেন আমালা পল।

কেনো চার বছর কাজের বাইরে ছিলেন? সম্প্রতি বিষয়টি খোলাসা করলেন স্নেহা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অটোইমিমিউন ডিসঅর্ডার নামে একটি রোগে আক্রান্ত ছিলাম।

এটি একটি রক্তজনিত সমস্যা। এর ফলে আমি দুর্বল হয়ে পড়তাম। এমনকি আমি পায়ের ওপর ভর দিয়ে ৩০-৪০ মিনিটও দাঁড়াতে পারতাম না। আমি আমার অসুস্থতার কারণেই শুটিং থেকে দূরে ছিলাম। অভিনয়ের জন্য একজন শিল্পীর যতোটুকু শক্তি দরকার সেটিও আমার ছিলো না। উন্নতির জন্য মেডিটেশন নেওয়া শুরু করি। ’

চার বছর পর ফিরে আসা করা প্রসঙ্গে স্নেহা জানান, ‘প্রথম কথা হচ্ছে আমি কামব্যাক করছি, এমন নয়। কেননা যদি কেউ নিজের ইচ্ছায় ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে পরে আবার ফিরে আসে তখনই সেটিকে কামব্যাক বলা যায়। আমি কখনও ইন্ডাস্ট্রি ছাড়বো না। এখন ছবি করছি না শুধু অসুস্থতার কারণে। ’

স্নেহা উল্লালঅসুস্থ অবস্থায়ই ‘আয়ুষ্মান ভাবা’ ছবির শুটিং করেছেন স্নেহা। এ কারণে ছবিটির মুক্তি তার মানসিক প্রশান্তি বাড়াতে সাহায্য করছে।

এদিকে অসুস্থ হওয়ার পর পরিবার ও বন্ধুদের অনেক সহযোগিতা পাচ্ছেন বলেও উল্লেখ করছেন স্নেহা। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ হলেও গত চার বছর ধরে মানসিকভাবে খুব শক্ত ছিলাম। এর সম্পূর্ণ কৃতিত্ব আমার পরিবার ও বন্ধুদের। ’

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।