এ ব্যাপারে লাকী অাখান্দের সহকারি ও শিষ্য সংগীত পরিচালক সজীব দাস বাংলানিউজকে বলেন, ‘লাকী ভাই নিজের জন্মদিন নিয়ে প্রায়ই আমাদের সঙ্গে গল্প করতেন। জুন মাসের ৭ তারিখে জন্ম হওয়ায় তার বাবা (আব্দুল হক আখান্দ) নাম রেখেছিলেন লাকী।
তিনি আরও উল্লেখ করেন, ‘মজার তথ্য হচ্ছে, ওইদিন ঢাকা মেডিকেলে ২৫ জন নবজাতকের জন্ম হয়েছিলো। তাদের মধ্যে লাকী ভাই ছিলেন অন্যতম। ২৫ জনের মধ্যে একমাত্র লাকী ভাই-ই নাকি ছিলেন পুত্রসন্তান। ’
সজীব দাস জানান, বিশিষ্ট এই মানুষটির নামের বানান নিয়ে বিভ্রান্তি রয়েছে। জন্মদিন নিয়েও এমনটি হোক, এটি কাম্য নয়।
তিনি আরও বলেন, ‘লাকী ভাই চলে গেছেন। কিন্তু তার পরিবারের সদস্য ও তার অনেক কাছের মানুষেরা রয়েছেন। তাদের সঙ্গে কথা বলে এসব বিভ্রান্তি দূর করা দরকার। ’
২১ এপ্রিল সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমান লাকী। সুর ও বানী দিয়ে বাংলার মানুষের প্রাতঃস্মরণীয় হয়ে থাকবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
এসও