চমকপ্রদ তথ্য হলো, এখন সঞ্জয়ের এই কারামুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন মুম্বাই উচ্চ আদালত। এমনকি মহারাষ্ট্র সরকারকে বিষয়টি পুনর্বিবেচনা করার জন্যও বলেছেন আদালত।
সম্প্রতি ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, বিচারপতি আরএম সাভান্ত ও সাধনা জাদবের একটি বেঞ্চ মহারাষ্ট্র সরকারের কাছে সঞ্জয়ের কারামুক্তির যাবতীয় কার্যক্রম বিবৃতি আকারে প্রদান করতে বলেছেন। আদালত জানতে চেয়েছেন, ‘পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের (প্রিজন) সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিলো না-কি জেল সুপারিটেনডেন্ট সরাসরি সরকারের কাছে সুপারিশ করেছেন? কর্তৃপক্ষ কীভাবে নির্ণয় করেছেন, সঞ্জয়ের আচরণ ভালো ছিলো? তারা এটি নির্ণয়ের সময় কীভাবে পেলেন, যেখানে অধিকাংশ সময়ই সঞ্জয় প্যারোলে মুক্ত ছিলেন?’
সঞ্জয়ের কারাভোগের সময়টুকু পুরোটাই ছিলো প্রশ্নবিদ্ধ। কারাভোগের প্রথম বছর ১১৮ দিন প্যারোলে মুক্ত ছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
বিএসকে/এসও