অপু জানতেন সুবিধাবঞ্চিত শিশুদের প্রিয় নায়িকা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে। কিন্তু আয়োজকেরা যে তাকে সম্মানি দেবেন, সেটা ভাবতে পারেননি।
অপু বিশ্বাস বাংলানিউজকে বললেন, ‘কালকের (১৭ জুন) দিনটি আমার জীবনের অন্যতম একটি দিন। বিশেষ করে তিনটি মেয়ের জীবনের অভিজ্ঞতা শুনে আমি শিউরে উঠেছি। আমিও একজনের মা। আমার সন্তানের মতো করেই ওরা পৃথিবীর আলো দেখেছে। কিন্তু ওদের সামাজিক অবস্থা আজ ভালো নেই। ’
অনুষ্ঠানে অপু অভিনীত ছবির গান গেয়ে শোনায় শিশুরা। একই সঙ্গে নৃত্যেও অংশ নেয়। অপু বলেন, ‘ওরা আমার ব্যাপারে এতো আগ্রহী, জেনে ভালো লেগেছে। ওরা আমার ছেলেকেও চেনে। শাকিব খান কেন শুরুতে আমাকে মেনে নেয়নি, এটি ওদের কাছে ভালো লাগেনি, এমনটাও শুনতে হয়েছে আমাকে। সব মিলিয়ে দারুণ একটি দিন কাটিয়েছি। ’
অপু জানান, আমাল বাংলাদেশ সংস্থার আয়োজনে এদিন ধানমন্ডির ইএমকে সেন্টারে ৬০জন শিশুকে ঈদ উপহার দেওয়া হয়েছে। অন্যদেরকেও উপহার দেওয়া হবে। অর্থনৈতিকভাবে এই সংস্থাটির পাশে আছে আমেরিকান অ্যাম্বাসি। এখানে গুরুত্বপূর্ণ অনেক মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। শোবিজের অন্যদের মধ্যে ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী, গায়িকা মেহরিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এসও