বুধবার বেলা ১টার দিকে সেন্সর বোর্ডের সামনে অবস্থান নেন চলচ্চিত্র পরিবারের নেতা-কর্মীরা। লাগাতার আন্দোলনের কর্মসূচি দিয়ে সাড়ে ৩টার দিকে তারা ঘোরাও কর্মসূচি শেষ করেন।
পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘সেন্সর বোর্ডের কাছে সবিনয় নিবেদন, আপনারা এই প্রতারণামূলক ছবি দু’টি মুক্তির সনদ দেবেন না। যদি মুক্তি দেওয়া হয় তবে যে হলেই চলবে সেখানে গিয়ে আগুন লাগানো হবে। এর দায় আমরা নেবো না। ’
অন্যদিকে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আমরা শিল্পীরা চলচ্চিত্রকে ধ্বংস হতে দেবো না যতোক্ষণ না আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে। ’
ঘেরাও কর্মসূচিতে আরো অংশ নেন চিত্রনায়ক ফারুক, রিয়াজ, সাইমন, প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরুসহ অনেকে।
বুধবার ‘বস টু’ ও ‘নবাব’-এর সেন্সর শো অনুষ্ঠিত হচ্ছে। তবে চলচ্চিত্র পরিবারের ঘেরাও নিয়ে কোনো মন্তব্য আসেনি সেন্সর বোর্ডের পক্ষ থেকে।
এদিকে, ছবি দু’টি মুক্তির দাবিতে বেলা ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জাজ মাল্টিমিডিয়া, প্রদর্শক ও বুকিং এজেন্ট সমিতি।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুন ২১, ২০১৭
এসও/বিএসকে