বিশিষ্ট এই গবেষকের মৃত্যুর খবর তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। করুণাময় গোস্বামীর আত্মীয় সৌরভ ভট্টাচার্য্য জানান, গত বৃহস্পতিবার থেকে তিনি জ্বরে ভুগছিলেন।
সদ্য প্রয়াত এই সংগীত গবেষকের মরদেহ রাজধানীর পান্থপথের শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আমেরিকা ও কানাডাপ্রবাসী তার দুই সন্তান ফিরলে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
১৯৪২ সালের ১১ মার্চ ময়মনসিংহের গোসাই চান্দুরা গ্রামে জন্ম নেওয়া করুণাময় গোস্বামী বাংলা একাডেমি প্রকাশিত ‘সংগীত কোষ’র রচয়িতা। সংগীত নিয়ে তার অনেকগুলো বই রয়েছে। পরবর্তীতে একুশে পদক পান তিনি।
এদিকে সৌরভ জানান, প্রয়াত করুণাময় গোস্বামীর স্ত্রী চিত্রা দেবীও গুরুতর অসুস্থ। শুক্রবার রাতে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
এমএ/এসও