মুক্তির পর অর্ধমাস কেটে গেলেও ছবির আয় বলতে একশো কোটির সামান্য বেশি। সালমানের ছবির এমন দশা কী মেনে নেওয়া যায়? খোদ ‘ভাইজান’ই নাকি মেনে নিতে পারছেন না এই কঠিন বাস্তবতা।
ছবির সাফল্যের কারণ যেমন তিনি। তেমনই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার দায়ও তারই— এমনটাই বিশ্বাস এই অভিনেতার। এ জন্যই ডিস্ট্রিবিউটরদের টাকা ফেরত দেবেন বলে মনস্থির করে ফেলেছেন। শোনা যাচ্ছে, অচিরেই ছবির ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠকে বসবেন সালমান ও তার বাবা সেলিম খান। বৈঠকের পর প্রায় ৫০ থেকে ৫৫ কোটি টাকা তুলে দেওয়া হবে ছবি না চলার ক্ষতিপূরণ হিসেবে।
প্রথা মেনে ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিলো ‘টিউবলাইট’। আগের ছবিকে ছাড়িয়ে যাবে, এমন আভাসও পাওয়া যাচ্ছিলো। কিন্তু বক্স অফিসে ঠিকঠাক জ্বলে উঠতে পারেনি আলোচিত ‘টিউবলাইট’।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এসও