২৪ জুলাই প্রধানমন্ত্রী শেখা হাসিনার উপস্থিতিতে চলচ্চিত্রের শিল্পী-কুশলীদের দেওয়া হবে পুরস্কার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরো আয়োজনটি সঞ্চালনা করবেন পূর্ণিমা ও চঞ্চল।
বাংলানিউজের সঙ্গে আলাপে চঞ্চল বলেন, ‘রাষ্ট্রীয় অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে কথা বলবো, ভাবতেই ভালো লাগছে। সঞ্চালক হিসেবে নয়, আমি অভিনেতা হিসেবেই কথা বলবো। এটিকে ঠিক উপস্থাপনা বলতে চাই না। ’
এ বছর আজীবন সম্মাননা (যুগ্মভাবে) পাচ্ছেন অভিনেত্রী শাবানা ও কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান। শ্রেষ্ঠ অভিনেতা (যুগ্মভাবে) হয়েছেন শাকিব খান (আরো ভালোবাসব তোমায়) ও মাহফুজ আহমেদ (জিরো ডিগ্রি)। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন জয়া আহসান (জিরো ডিগ্রি)। আর এ বছর সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক পুরস্কার জিতেছে রিয়াজুল রিজু পরিচালিত চলচ্চিত্র ‘বাপজানের বায়স্কোপ’। সব মিলিয়ে ২৫টি বিভাগের বিজয়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এসও