শাহরুখ খান (ছবি: সংগৃহীত)
‘দিওয়ানা’ ছবির মধ্য দিয়ে ১৯৯২ সালে বলিউডে পা রেখেছেন শাহরুখ খান। দেখতে দেখতে পার করে ফেলেছে ক্যারিয়ারের ২৫টি বছর। এই সময়ের মধ্যে ভক্তদের উপহার দিয়েছেন ‘ডর’, ‘বাজিগর’, ‘আনজাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘ওম শান্তি ওম’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘স্বদেশ’, ‘ডুপলিকেট’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’, ‘দেবদাস’ ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘জাব তাক হ্যায় জান’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ছবি।
২৫ বছরের ক্যারিয়ারে ইতিমধ্যে ৮০টির বেশি ছবিতে অভিনয় করেছেন বলিউডের এই সুপারস্টার। তবে এতোসব ছবি মধ্য থেকে সম্প্রতি নিজের প্রিয় ছবির নাম জানালেন শাহরুখ।
আর সেটি হলো- সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ‘দেবদাস’। ২০০২ সালের ১১ জুলাই মুক্তিপ্রাপ্ত ছবিটিতে ৫১ বছর বয়সী এই অভিনেতার সহশিল্পী ছিলেন মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রাই বচ্চন ও জ্যাকি শ্রফ।
মঙ্গলবার (১১ জুলাই) ১৫ বছর পূর্ণ করেছে শাহরুখ খান অভিনীত ‘দেবদাস’। আর এদিনই নিজের প্রিয় ছবি হিসেবে ‘দেবদাস’-এর নাম ঘোষণা করেছেন কিং খান।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘ওম শান্তি ওম’খ্যাত এই তারকা লিখেছেন, “১৫ বছর পূর্ণ করলো ‘দেবদাস’। ধন্যবাদ সঞ্জয়লীলা বানশালী, বিনোদ, বেলা, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রাই বচ্চন, কিরণ খের, জ্যাকি শ্রফ এবং আমার প্রিয় ছবিটির সকল সদস্যকে। ”
ইমতিয়াজ আলি পরিচালিত ‘জাব হ্যারি মেট সেজাল’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ খান। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। আগামী ৪ আগস্ট মুক্তি পাবে ছবিটি।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
বিএসকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।