অমিতাভ বচ্চন ও কুমার বিশ্বাস (ছবি: সংগৃহীত)
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের বাবা প্রয়াত কবি হরিবংশ রাই বচ্চন। সম্প্রতি তার লেখা কবিতা ‘নীড় কা নির্মাণ ফির ফির’কে গানের সুরে গেয়ে ইউটিউবে আপলোড করেছেন আম আদমি পার্টি নেতা ও কবি কুমার বিশ্বাস। কিন্তু বচ্চন পরিবারের কাছ থেকে কোনও অনুমতি নেননি কুমার। কপিরাইট আইন লঙ্ঘনের এই ঘটনা জানতে পেরে নেতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন অমিতাভের আইনজীবী।
ইউটিউবে ভিডিও আপলোড হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেই খবর ছড়িয়ে পড়ে। এ ছাড়া টুইটারে বিগ বি’র ভক্তরা ‘শোলে’খ্যাত এই তারকাকে ট্যাগ করেন ওই কবিতার ভিডিও লিংক।
ভিডিও দেখে টুইটারে কুমার বিশ্বাসকে ট্যাগ করে অমিতাভ লিখেছেন, ‘‘এটি তো সরাসরি কপিরাইট লঙ্ঘনের ঘটনা। আইন এর ব্যবস্থা নেবে। ’’
বিগ বি’র টুইট দেখেই কুমার বিশ্বাসও পাল্টা টুইট করে লিখেছেন, ‘‘সব কবি পরিবারই এই ভিডিও দেখে শুভেচ্ছা জানিয়েছে। কিন্তু আপনি নোটিশ পাঠিয়েছেন। বাবুজিকে শ্রদ্ধা জানিয়েই ভিডিওটি ডিলিট করছি। ভিডিও থেকে অর্জিত ৩২ টাকাও পাঠাচ্ছি। প্রণাম। ’’
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
বিএসকে/এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।