দেশনাটকের ২২তম প্রযোজনা ‘সুরগাঁও’। মাসুম রেজার রচনা ও নির্দেশনায় দু’মাস বিরতিতে ফের মঞ্চে আসছে আলোচিত নাটকটি।
নাট্যকার মাসুম রেজার মতে, সুরগাঁও মগজবাস্তবতার গ্রাম। একজন লেখকের মগজের যে বাস্তবতা সেই গ্রাম এ নাটকে উঠে এসেছে। এখানে অতীত, বর্তমান ও ভবিষ্যত একই সরলরেখায় এসে মিলিত হয়। সময়কে এখানে বিবেচনা করা হয় না।
নাটকে ১৮০ বছরের এক বৃদ্ধ ফিরে আসেন এই গ্রামে। আবার আরও একজন ভবিষ্যৎদ্রষ্টা আছেন যিনি ভবিষ্যতের এক বছরকে দেখতে পান এরকম একটি গ্রাম হচ্ছে সুরগাঁও। যেখানে একজন বাঁশিবুড়ি বিভিন্ন ধরনের অপরাধীদেরকে নিয়ে এসে বাঁশি শেখান। তাদের মন থেকে অসুর দূর করে সুর প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এসও