প্রতি বছরের মতো এবারও চ্যানেল আই কিংবদন্তি এই শিল্পীকে নিবেদন করে বিশেষ আয়োজন রেখেছে। ১৯ জুলাই সকাল সাড়ে ৭টায় থাকছে সংগীতানুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’।
দুপুর ১২টায় প্রচার হবে ‘তারকা কথন’। অনুষ্ঠানে হুমায়ুনকে নিয়ে কথা বললেন তারই কাছের মানুষেরা।
একইদিন দুপুর ২টার সংবাদের পর দর্শক দেখবেন হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওন পরিচালিত ছবি ‘কৃষ্ণপক্ষ’। অভিনয় করেছেন রিয়াজ, মাহি, তানিয়া আহমেদ, আজাদ আবুল কালাম প্রমুখ।
সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে হুমায়ূন আহমেদের সৃষ্ট ৫টি আলোচিত চরিত্র নিয়ে বিতর্ক অনুষ্ঠান ‘আমার মাধ্যমেই বেঁচে থাকবেন হুমায়ূন আহমেদ’।
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদের উপন্যাসের ছায়া অবলম্বনে রাজু আলীমের পরিচালনায় নির্মিত টেলিছবি ‘রূপার জন্য ভালোবাসা’।
এতো গেলো ১৯ জুলাইয়ের আয়োজন। এর বাইরেও দেখা যাবে হুমায়ুন আহমেদ পরিচালিত তিনটি ছবি। এগুলো হলো— ‘আমার আছে জল’, ‘শ্রাবণ মেঘের দিন’ ও ‘চন্দ্রকথা’। চ্যানেল আইয়ের পর্দায় এগুলো প্রচার হবে যথাক্রমে ২০, ২২ ও ২৯ জুলাই।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
এসও