রুপম ইসলাম, অনুপম রায় ও অরিজিৎ সিং (ছবি: সংগৃহীত)
যৌথ প্রযোজনার ছবি ‘ইয়েতির অভিযান’ শুরু থেকেই চমক সৃষ্টি করেছে। প্রসেনজিৎ, যিশু সেনগুপ্ত, ফেরদৌস, মিমসহ দুই বাংলার একঝাঁক অভিনয়শিল্পীকে পাওয়া যাবে এই ছবিতে। শুটিংয়ের কাজ শেষ। শোনা যাচ্ছে, ছবিটির একটি গানে পাওয়া যাবে তিনজন জনপ্রিয় গায়কের কণ্ঠ। তারা হলেন তিন ভারতীয় গায়ক অরিজিৎ সিং, রুপম ইসলাম ও অনুপম রায়।
ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের 'কাকাবাবু' সিরিজ থেকে সৃজিত মুখোপাধ্যায় বানিয়েছেন ছবিটি। ভারত, নেপাল ও সুইজারল্যান্ডে ছবিটির কাজ হয়েছে।
কলকাতার ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশের বিভিন্ন ছবি ও প্রজেক্টে গান গেয়েছেন ভারতের এই তিন গায়ক। তাদের গান এখানে বেশ সমাদৃত। এবার একসঙ্গে পাওয়া যাবে তিনজনের কণ্ঠ। ‘ইয়েতির অভিযান’-এর টাইটেল গানটি গাইবেন অরিজিৎ, রুপম ও অনুপম। খবরটির ব্যাপারে সত্যতা প্রকাশ করেছেন জাজ-এর কর্ণধার আবদুল আজিজ।
আগামী সেপ্টেম্বরে মুক্তি পেতে পারে ছবিটি।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।