ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আইফা’য় সেরা শহীদ-আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
আইফা’য় সেরা শহীদ-আলিয়া শহীদ কাপুর ও আলিয়া ভাট, ছবি: সংগৃহীত

‘উড়তা পাঞ্জাব’ ছবিতে অভিনয়ের জন্য একইসঙ্গে সেরা অভিনয়শিল্পীর স্বীকৃতি পেলেন শহীদ কাপুর ও আলিয়া ভাট। রবিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেটলাইফ স্টেডিয়ামে আইফা অ্যাওয়ার্ডসের আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘নির্জা’।

বলিউডের ঐতিহ্যবাহী অ্যাওয়ার্ড অনুষ্ঠান ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা আইফার ট্রফি পেয়ে উচ্ছ্বসিত শহীদ ও অালিয়া। ১৮তম আসরের সেরা অভিনেতার ট্রফি হাতে নিয়ে মজার একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শহীদ ও আলিয়া।

এতে দেখা যায়, ট্রফিটি শুণ্যে ছুঁড়ে দিয়ে ফের ধরছেন শহীদ।  

অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়েছেন সালমান খান, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সুশান্ত সিং রাজপুত, কৃতি স্যানন প্রমুখ।  এবারের আয়োজন উপস্থাপনা করেন সাইফ আলি খান ও করণ জোহর। প্রতিযোগিতার বাইরে সংগীতে ২৫ বছরের অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা জানানো হয়েছে এ আর রহমানকে।
আইফা অ্যাওয়ার্ডস ২০১৭

এক নজরে আইফা অ্যাওয়ার্ড ২০১৭
সেরা চলচ্চিত্র: নির্জা
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (উড়তা পাঞ্জাব)
সেরা অভিনেতা: শহিদ কাপুর (উড়তা পাঞ্জাব)
সেরা পার্শ্ব-অভিনেত্রী: শাবানা আজমি (নির্জা)
সেরা পার্শ্ব-অভিনেতা: অনুপম খের (এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি)
সেরা পরিচালনা: অনিরুদ্ধ রায় চৌধুরী (পিংক)
সেরা নবাগতা: দিশা পাতানি (এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি)
সেরা নবাগত অভিনেতা: দিলজিৎ দোশাঞ্জ (উড়তা পাঞ্জাব)
সেরা গল্পকার: শাকুন বাত্রা ও আয়েশা দেবিত্রি ধিলন (কাপুর অ্যান্ড সানস)
সেরা গায়িকা: তুলসি কুমার (সোচ না সাকে, এয়ারলিফট), কনিকা কাপুর (দা দা দশ, উড়তা পাঞ্জাব)
সেরা সংগীত পরিচালক: প্রীতম (অ্যায় দিল হ্যায় মুশকিল)
সেরা আবহ সংগীত: প্রীতম (অ্যায় দিল হ্যায় মুশকিল)
সেরা গায়ক: অমিত মিশ্র (বুলেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল)
সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (চান্না মেরেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল)
সেরা খল অভিনেতা: জিম সর্ব (নির্জা)
সেরা কমেডি অভিনেতা: বরুণ ধাওয়ান (ঢিশুম)
সেরা শব্দসজ্জা: প্রণব শুক্লা (মিরজিয়া)
সেরা পোশাক পরিকল্পনা: মনীষ মালহোত্রা (অ্যায় দিল হ্যায় মুশকিল)
সেরা চিত্রগ্রাহক: অনিল মেহতা (অ্যায় দিল হ্যায় মুশকিল)
সেরা শব্দগ্রহণ: অ্যায় দিল হ্যায় মুশকিল
সেরা চিত্রনাট্যকার: রিতেশ শাহ (পিংক)
সেরা সংলাপ রচয়িতা: রিতেশ শাহ (পিংক)
সেরা সম্পাদনা: বোধাদিত্য বন্দ্যোপাধ্যায় (পিংক)
সেরা শিল্প নির্দেশক: অপর্ণা সুদ ও আনা ইপে (নির্জা)
সেরা অ্যাকশন: সুলতান
সেরা শব্দ মিশ্রণ: অনুজ মাথুর (সুলতান)
সেরা স্পেশাল ইফেক্টস: রেড চিলিজ ভিএফএক্স (ফ্যান)
সেরা রূপসজ্জাকর: গ্রেগ ক্যানম (ফ্যান)
সেরা নৃত্য পরিচালক: আদিল শেখ (কাপুর অ্যান্ড সানস)
বর্ষসেরা স্টাইল আইকন: আলিয়া ভাট
বর্ষসেরা নারী: তাপসী পান্নু

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।