সম্প্রতি টয়া ও সাফা মিলে ইউটিউবে তৈরি করেছেন একটি চ্যানেল। নাম দিয়েছেন ‘হলোস্টার’।
‘হলো স্টার’-এর কাজ কী হবে আর দু’জন মিলে একটি চ্যানেল তৈরি করার উদ্দেশ্য কী? এমন প্রশ্নের জবাবে সোমবার (১৭ জুলাই) বিকেলে বাংলানিউজকে টয়া বলেন, ‘কাজের বাইরে সাফার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমাদের দু’জনের মতের মিল বেশ। আবার অমিলও আছে। কিন্তু কিছু ব্যাপারে আমাদের মতাদর্শ বেশ মিলে যায়। আবার দু’জনের ভক্তরাও অনেকাংশে কমন। সব মিলিয়ে ভেবে দেখলাম যে, দু’জনের সম্মিলিত ভক্তদের নিয়ে একটি যাত্রা শুরু করা যাক। এসব ভাবনা থেকেই চ্যানেলটি তৈরি করেছি। ’
টয়া জানান, এখন অনেক কিছুই অনলাইন কেন্দ্রিক। অনলাইনে বেশ সময় কাটায় মানুষ। ‘হলো স্টার’-এর মাধ্যমে টয়া ও সাফার ভক্তরা একই প্ল্যাটফর্মে আসবেন। বাস্তবের টয়া ও সাফা হাজির হবেন তাদের সামনে। তাদের তৈরি করা মজার মজার ভিডিওতে অংশ নিতে পারবেন নির্বাচিত ভক্তরাও। এ কারণে ফেসবুকে ‘হলো স্টার’ নামে একটি পেজও খোলা হয়েছে।
টয়া আরও জানান, শুধু মজার ভিডিও নয়, দায়বদ্ধতার জায়গা থেকে সামাজিক সচেতনতামূলক ভিডিও প্রকাশ করবে ‘হলো স্টার’।
* টয়া ও সাফার প্রথম ভিডিও:
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এসও