ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মাইকেলের ‘বাইবেল’ নিলামে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
মাইকেলের ‘বাইবেল’ নিলামে মাইকেল জ্যাকসন (ছবি: সংগৃহীত)

নিলামে উঠলো পপসম্রাট মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত অ্যালবাম। এর নাম ‘বাইবেল’। এ মাস শেষে নিউইয়র্ক অকশন হাউস নিলামের চূড়ান্ত ফলাফল জানাবে।

সম্প্রতি পশ্চিমা গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ‘বাইবেল’ নামক অ্যালবামটিতে রয়েছে ১২টি গান। এর প্রতিটির কাজই শেষ করেছিলেন মাইকেল।

এর মধ্যে ৯টি গান কখনও কোথাও প্রকাশিত হয়নি। গানগুলো মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত সহকারীর কাছে সংরক্ষিত ছিলো।

মাইকেল জ্যাকসনের দুর্লভ এই গানগুলোর জন্য দাম হাঁকার শেষ সময় আগামী ১৯ জুলাই। অ্যালবামটির প্রস্তাবিত মূল্য ধরা হয়েছে ৫০ হাজার ডলার। আয়োজকরা আশা করছেন এর দাম ১০ লাখ ডলার পর্যন্ত উঠবে।

শুধু অ্যালবাম নয়, মাইকেল জ্যাকসনের ব্যবহার করা কিছু জিনিসপত্রও তোলা হবে নিলামে। এর মধ্যে রয়েছে তার নিজের ছবি, ব্যবহার করা টেডি বিয়ার ও পোশাক-পরিচ্ছদ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।