হাজার বছরের বাঙালি ঐতিহ্য লালন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেতনতা তৈরিতে অবদান রাখায় সাত গুণীকে এই সম্মাননা দেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
২০১৬ সালের জন্য এবার ৭টি ক্ষেত্রে প্রদান করা হচ্ছে শিল্পকলা পদক।
আয়োজকরা জানান, ২০ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ পদক প্রদান করা হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা দেবেন। এতে আরও থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
২০১৩ সাল থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এ পদকটি প্রদান করা হচ্ছে। প্রতিবার ১০টি শাখায় পদক দেওয়া হলেও এবার ঘটেছে ব্যতিক্রম।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এসও