মঙ্গলবার (১৮ জুলাই) গুরুগ্রামের সুশান্ত লোক এলাকায় বিদিশার নিজ অ্যাপার্টমেন্ট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গুরুগ্রামের ডেপুটি পুলিশ কমিশনার দীপক সাহারণ জানান, বিদিশার বাবা প্রথমে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
এদিকে বিদিশার আত্মহত্যার ঘটনায় তার বাবার অভিযোগের আঙুল তুলেছেন অভিনেত্রীর স্বামীর দিকে। পুলিশের কাছে তার অভিযোগ, স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো বিদিশার।
গুরুগ্রাম পুলিশের পিআরও জানিয়েছেন, বিদিশার বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিদিশার স্বামীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন তিনি। মানসিক নির্যাতনের কারণেই অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলেও দাবি করেছেন তিনি।
পুলিশ জানিয়েছে, বিদিশার ফেসবুক ও অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কথোপকথন খতিয়ে দেখা হচ্ছে। কেননা পুলিশ কোনও সুইসাইড নোট পায়নি।
এরই মধ্যে বিদিশার আত্মহত্যার ঘটনার সঠিক তদন্ত চেয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তারকে ফোন করেছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।
শুধু বলিউড নয়, আসামেরও জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা বিদিশা বেজবড়ুয়া।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
বিএসকে/এসও