সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ছবিতে তলোয়ার চালানোর একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে কঙ্গনার কপালে তলোয়ারের কোপ লাগে। ফলে কেটে প্রচণ্ড রক্তপাত শুরু হতে থাকায় শুটিং বন্ধ করে তাকে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, অল্পের জন্য বেঁচে গেছেন কঙ্গনা কারণ ওই চোট তার খুলির একেবারে কাছাকাছি এসে গিয়েছিলো।
ছবির প্রযোজক কমল জৈন জানান, শুটিংয়ে বডি ডাবল ব্যবহার করতে অস্বীকার করেন কঙ্গনা। আগে বহুবার দৃশ্যটি রিহার্সাল হলেও শুটিংয়ের সময়েই ঘটে দুর্ঘটনা। নীহার পাণ্ড তার ওপর তলোয়ার দিয়ে হামলা চালান, কঙ্গনার তা এড়ানোর কথা ছিলো। কিন্তু মূহুর্তের গণ্ডগোলে নীহারের তলোয়ার বসে যায় তার কপালের দুই ভুরুর মাঝখানে গভীরভাবে কেটে গিয়েছে। তবে প্রচণ্ড রক্তপাত ও যন্ত্রণার মাঝেও কঙ্গনা সাহস হারাননি। বারবার ক্ষমা চাওয়া নীহারকে সান্ত্বনা দিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
বিএসকে