শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় বাংলানিউজের সঙ্গে আলাপে নির্মাতা আরিয়ান জানান, গল্পের খাতিরেই নতুন টেলিছবিটি তৈরি করা হচ্ছে। এতে ধারাবাহিকতা ক্ষুণ্ন হবে না।
আগেরটির মতো এই টেলিছবিটিরও কিছু অংশের দৃশ্যধারণ হবে এয়ারপোর্টে। এ ছাড়া গাজীপুরের নক্ষত্রবাড়ি ও উত্তরায়ও কাজ হবে।
আরিয়ান জানান, প্রথমটিতে আনন্দ খালেদের মুখের সংলাপ ‘জীবন তো একটাই’ দর্শক পছন্দ করেছেন। এবারও একই সংলাপ নিয়ে হাজির হচ্ছেন তিনি।
এদিকে ‘ব্যাচ ২৭-দ্য লাস্ট পেজ’-এ দুটি গান ব্যবহার করা হবে। এগুলো তৈরি করবেন সাজিদ সরকার ও তাহসিন আহমেদ।
‘ব্যাচ ২৭-দ্য লাস্ট পেজ’ প্রসঙ্গে আরিয়ান বলেন, ‘সিক্যুয়েল তৈরির বেলায় একধরনে চাপ থাকে। এটি সব নির্মাতার ক্ষেত্রে সত্যি। আমিও এর বাইরে নই। আমি এবারের গল্পটি নিয়ে উচ্ছ্বসিত। আমার বিশ্বাস প্রথমটির সাফল্য ছাড়িয়ে যেতে পারবো। প্রস্তুতিও নিচ্ছি সেভাবেই। ’
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এসও