ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘নেশাগ্রস্ত’ গায়কের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
‘নেশাগ্রস্ত’ গায়কের মরদেহ উদ্ধার জেইন আলি (ছবি: সংগৃহীত)

দু’দিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আমেরিকান ব্যান্ড লিঙ্কিন পার্কের ভোকালিস্ট ও সং রাইটার চেস্টার বেনিংটন। এবার জেইন আলি নামে এক পাকিস্তানি গায়কের মরদেহ উদ্ধার করা হলো। চেষ্টারের মতো তিনিও মাদকাসক্ত ছিলেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, অতিরিক্ত নেশা করার কারণে মৃত্যু হয়েছে জেইনের। বন্ধুর বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

জেইনের মৃত্যু প্রসঙ্গে তার বড় ভাই সোনু জানান, ‘সবসময় নেশার মধ্যে ডুবে থাকতো জেইন। অনেকবার বারণ করার পরও কারও কথা শোনেনি। বৃহস্পতিবার (২০ জুলাই) বন্ধুর বাড়িতে কিছুদিন থাকবে বলে বেরিয়েছিলো। শুক্রবার (২১ জুলাই) তার মৃত্যুর খবর পেলাম। এখনও বিয়ে করেননি বা কারও সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওর কোনো আর্থিক সমস্যা ছিলো না। একটি ছবির জন্য গান তৈরি করছিলো। এ নিয়ে বেশ আনন্দিত ছিলো ও। ’

জেইন পাকিস্তানি গায়ক হলেও ভারতীয় গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সারেগামাপা’র প্রতিযোগী ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।