ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গানের নাম ‘আত্মাসঙ্গী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
গানের নাম ‘আত্মাসঙ্গী’ লোপা হোসাইন, ছবি: সংগৃহীত

জনপ্রিয় গায়ক আসিফ আকবরের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের গায়িকা লোপা হোসাইন। এটি লিখেছেন ও সুর করেছেন লোপার জীবনসঙ্গী সিরাজুম মুনীর। গানটির নাম ‘আত্মাসঙ্গী’।

‘আত্মাসঙ্গী’ হতে যাচ্ছে লোপার তৃতীয় একক অ্যালবাম। এখানে পাশে পেয়েছেন স্বামীকে।

সব গানের কথা ও সুর তারই। শিরোনাম গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন আসিফ-লোপা।

লোপা বলেন, ‘অনেকদিন ধরেই আসিফ ভাইয়ার সঙ্গে গাইবার ইচ্ছে ছিলো। অবশেষে সেটি ঘটলো। আর পুরো অ্যালবামে স্বামীকে পেয়ে বাড়তি আনন্দ হচ্ছে। আগে থেকেই ওর লেখা আমি পছন্দ করি। ’

লোপা হোসাইন, আসিফ আকবর ও সিরাজুম মুনীরলোপা জানান, ‘আত্মাসঙ্গী’ গানটির মিউজিক ভিডিও  তৈরির ইচ্ছে আছে। এর আগে ৫ আগস্ট লেজার ভিশনের ব্যানারে প্রকাশ হবে অ্যালবাম। একইদিনে প্রথম বিয়ে বার্ষিকীও পালন করবেন লোপা-মুনির জুটি।  

২০০৭ সালে লোপার প্রথম অ্যালবাম ‘আঁড়ি’, ২০১৩ সালে ‘আশার ভেলা’ মুক্তি পায়। বেলাল খানের সঙ্গে গাওয়া তার ‘সামান্য সম্বল’ বেশ সমাদৃত হয়েছিলো। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা থেকে উঠে আসা লোপা সংবাদ উপস্থাপনায়ও নজর কেড়েছেন।  

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।