সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবদুর রহমান, সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল করিম নিশান। আবদুর রহমান সভাপতি পদে পেয়েছেন ২৫৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে ইকবাল করিম নিশান পেয়েছেন ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান দর্পণ পেয়েছেন ১১২ ভোট। লিটন এরশাদ-কামরুল হাসান দর্পন প্যানেল থেকে কেউ পাশ করেনি।
শুক্রবার (২১ জুলাই) সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত সোয়া ৯টায় ভোটের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ফরিদ বাশার।
সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাদল আহমেদ (২৫৭) ও সীমান্ত খোকন (২৫৫)। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে হামিদ মোহাম্মদ জসিম (২৩৫), অর্থ সম্পাদক পদে নবীন হোসেন (২৭২), সাংগঠনিক সম্পাদক পদে সৈকত সালাহউদ্দিন (২৬১), আন্তর্জাতিক ও গবেষণা পদে রিমন মাহফুজ (২৩৯), সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক সম্পাদক পদে আবিদা নাসরিন কলি (২৬৬), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে রেজাউর রহমান রিজভী (২৪২), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবদুল্লাহ জেয়াদ (২৮৩) এবং দপ্তর সম্পাদক পদে মইনুল হক রোজ (২৫১)।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মাহফুজ সিদ্দিকী (২১৮), রাজা সিরাজ (২৩০), মনিরুল ইসলাম মানিক (১৮৫), শফিকুল আলম মিলন (২৪৮), সিরাজুল ইসলাম সিরাজ (২০১), রেজাউল করিম রেজা (২৩২), মুজাহিদ সামিউল্লাহ (২৪৬), সুরাইয়া রহমান মনি (২১১) ও রাহাত সাইফুল (২৭২)।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এসও