এই অনুভূতি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। তিনি মনে করেন, একটি মাত্রই কাজই শেখার চেষ্টা করেছেন সারাজীবন।
সোমবার (২৪ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী পুরস্কার তুলে দেন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-এর বিজয়ীদের হাতে। সেরা অভিনেত্রীর পদক পেয়েছেন জয়া।
পুরস্কার গ্রহণের পর উচ্ছ্বাস ও ভালো লাগা ভাগাভাগি করে ফেসবুকে ছবি ও লেখা পোস্ট করেছেন জয়া। এবারের পুরস্কার তিনি ভক্তদের উৎসর্গ করে লিখেছেন, ‘…আমার সবকিছুর বিন্দু থেকে বৃত্ত কিন্তু আমার প্রিয় দর্শকরা। এতোটা অকৃত্রিম ভালোবাসার লোভে পড়েই কিন্তু আমরা শিল্পীরা আমাদের সবটুকু উজাড় করে দিতে চাই আমাদের কাজের মাঝে। এই পুরস্কার আপনাদেরকে উৎসর্গ করা হলো। ’
একই পোস্টে জয়া লিখেছেন, ‘ভারতের রাজ্য সরকারের সম্মানজনক আরেকটি পুরস্কারের চেয়ে আজ আমার দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেয়াকে গুরুত্বপূর্ণ মনে করেছি। আর এ বিষয়টিকে প্রিয় প্রধানমন্ত্রী মনে করে তার বক্তব্যে উল্লেখ করে আমাকে নতুন করে বিস্মিত করেছেন। আমি কৃতজ্ঞ। ’
যে ছবির জন্য এই পুরস্কার পাওয়া সেই ‘জিরো ডিগ্রী’র টিমকে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন জয়া। তিনি লিখেছেন, ‘…আজ আমার এই অর্জনের পুরো কৃতিত্ব 'জিরো ডিগ্রী' টিমের। প্রযোজক ও সহ-অভিনেতা মাহফুজ আহমেদ, পরিচালক অনিমেষ আইচ ছিলেন বলেই হয়তো দর্শককে শেষ পর্যন্ত হতাশ করিনি। ’
বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এসও
** বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণের তাগিদ প্রধানমন্ত্রীর