ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শুটিংয়ের সময় বাঘের আক্রমণে শিশু নিহত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
শুটিংয়ের সময় বাঘের আক্রমণে শিশু নিহত ছবি: সংগৃহীত

ভারতের টিভি ধারাবাহিক ও ছবির দৃশ্যধারণের জন্য নির্মাতাদের অন্যতম পছন্দের জায়গা মু্ম্বাইয়ের ফিল্ম সিটি। এ শুটিং স্পটের চারপাশেই রয়েছে ঘন জঙ্গল। যেখানে বাস করে অনেক পশু ও বিষধর সাপ। প্রায় সময় জঙ্গল থেকে স্পটে চলে আসে এসব জীবজন্তু।

সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে একটি টেলিভিশন সিরিয়ালের শুটিং সেটে। যা খুবই হৃদয় বিদারক।

সেটে এক চিতা বাঘের আক্রমণে আড়াই বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে।

ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, কালার্স চ্যানেলে প্রচারিত ‘এক শৃঙ্গার স্বাভিমান’ নামে একটি সিরিয়ালের দৃশ্যধারণ চলছিলো ফিল্ম সিটিতে। সেসময় সেটে উপস্থিত ছিলেন একটি পরিবার। তারা বেশ মজা করছিলেন। হঠাৎ একটি চিতা বাঘ জঙ্গল থেকে শুটিং সেটে আক্রমণ করে এবং ধারালো দাঁত দিয়ে সেই পরিবারের সঙ্গে আসা আড়াই বছর বয়সী এক শিশুর ঘাড় কামড়ে ধরে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর বাঘটি শিশুটিকে ফেলে চলে যায়। এরপর শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তবে ফিল্ম সিটিতে চিতার আগমন নতুন নয়। কয়েক মাস আগে ‘ইয়ে রিশতা কেয়া ক্যাহলাতা হ্যায়’র শুটিং সেটে চিতা দেখা গিয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।