কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার প্রতিবছর সাহিত্য, চলচ্চিত্র, ক্রীড়া এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা প্রদান করে থাকে।
পুরস্কার প্রাপ্তির পর জয়া উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘‘আমি বাঙালি।
তিনি আর লিখেছেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়, কবি জয় গোস্বামী, রামানন্দ বন্দোপাধ্যায়, কৌশিকী চক্রবর্তী, বিভাষ চক্রবর্তী, পি সি সরকার জুনিয়র, বাংলাদেশের অনুপ্রেরণা মাশরাফি বিন মুর্তজার পাশে দাঁড়িয়ে এ সম্মাননা গ্রহণ করতে পারাটা নিশ্চয়ই আমি মনে রাখবো..’
বাংলাদেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান গড়ছেন অভিনেত্রী জয়া আহসান। গত বছর সৃজিত মুখার্জি পরিচালিত ‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে কলকাতার টেলিসিনে পুরস্কার পেয়েছিলেন তিনি।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘বিসর্জন’। শ্রেষ্ঠ বাংলা ছবি বিভাগে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে সিনেমাটি। এ ছবির জন্য ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড (আইবিএফএ) ২০১৭-এর সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন জয়া আহসান। কিছুদিন আগে মুক্তি পেয়েছে জয়া অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার শহর’।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
বিএসকে