ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যে গল্পে দুজনই অন্ধ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
যে গল্পে দুজনই অন্ধ! ‘অন্ধজনে অন্ধক্ষণে’ নাটকের দৃশ্যে পূর্ণিমা ও সজল (ছবি: সংগৃহীত)

জীবনের কিছু কঠিন সময়ের সিদ্ধান্ত মানুষকে অনেকটা বিপথে ঠেলে দেয়। তেমনি এক ভুল সিদ্ধান্তের শিকার হয়ে পরীকে হারাতে হয় দু’টি চোখ। অনেক আকূলতার ভিড়ে যখন পরীকে ফিরে পেতে চায় নাজমুল তখন বাধা হয়ে দাঁড়ায় দৃষ্টিহীনতা। এরপর একটি ভুল সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় নাজমুলের জীবনের সবচেয়ে বড় কাল।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে ঈদের বিশেষ নাটক ‘অন্ধজনে অন্ধক্ষণে’। নাটকটি রচনা করেছেন ইউসুফ আলি খোকন ও পরিচালনা করছেন রুমান রুনি।

নাটকটিতে নাজমুল চরিত্রে অভিনয় করেছেন সজল ও পরী চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা পূর্ণিমাকে।

‘অন্ধজনে অন্ধক্ষণে’ প্রসঙ্গে সজল জানান, ‘গল্পটি খুবই সুন্দর। এমন চিত্রনাট্য আমরা সচরাচর পাই না। এটি অন্ধ কিংবা অন্ধকারের গল্প। কাজটি করে খুব ভালো লেগেছে। সঙ্গে পূর্ণিমা থাকায় আরও পূর্ণতা পেয়েছে। আসন্ন ঈদে এটি আমার অন্যতম একটি কাজ। ’

তিনি আরও জানান, নাটকটি প্রচার হবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।