ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অমিতাভের যে উপদেশ আজও মেনে চলেন অনিল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
অমিতাভের যে উপদেশ আজও মেনে চলেন অনিল অনিল কাপুর ও অমিতাভ বচ্চন (ছবি: সংগৃহীত)

উমেশ মেহরা পরিচালিত ‘হামারে তুমহারে’ ছবির মধ্য দিয়ে ১৯৭৯ সালে বলিউডে পা রেখেছেন অনিল কাপুর। এরপর অভিনয় করেছেন ‘মিস্টার ইন্ডিয়া’, ‘নায়ক’, ‘মেহেরবান’, ‘মুবারাকা’, ‘দিল ধাড়াকনে দো’, ‘বেটা’ ও ‘স্লামডগ মিলিনিয়র’-এর মতো ছবিগুলোতে।

তবে চমকপ্রদ তথ্য হলো- ৩৮ বছরের ক্যারিয়ারে এখনও পর্যন্ত একদিনের বিরতি নেননি বলিউডের এই অভিনেতা। সম্প্রতি এক টেলিভিশন শো’তে এসে এমনটা নিজে মুখেই স্বীকার করেছেন অনিল।

আর এই উপদেশ না-কি তাকে দিয়েছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

অনিল কাপুর ও অমিতাভ বচ্চন (ছবি: সংগৃহীত)এ প্রসঙ্গে ৬০ বছর বয়সী এই অভিনেতার ভাষ্য, ‘‘খুদা গাওয়া’ ছবিতে অভিনয়ের পর অমিতজি (অমিতাভ বচ্চন) পাঁচ বছরের বিরতি নিয়ে নিউ ইয়র্কে গিয়েছিলেন। তারকা খ্যাতির বাহিরে স্বাভাবিক জীবন কাটাতে চেয়েছিলেন। সেসময় ‘মেহেরবান’-এর দৃশ্যধারণের জন্য আমি ওখানে ছিলাম। তখন আমি তার সঙ্গে দেখা করে বলেছিলাম, ২৫ বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়ে গেলো, এবার একটু বিরতি চাই। অমিতজি তখন বলেছিলেন, এই ভুলটি করো না। কখনও ছবি থেকে বিরতি নিও না। ’’

সেই উপদেশ না-কি আজও মেনে চলেছেন অনিল। এই বয়সেও তুমুল এনার্জি নিয়ে একটির পর একটি ছবিতে অভিনয় করে ভক্তদের এন্টারটেইন করছেন যাচ্ছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।