‘আলেয়া’ পরিচালনা করেছেন অনিকেত চট্টোপাধ্যায় ও ড. হুমায়ুন কবির। পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্যও লিখেছেন হুমায়ুন।
ছবি দু’টি প্রসঙ্গে আমান বলেন, “খুব শিগগিরই শুরু হবে ‘গরম চা’-এর দৃশ্যধারণ। কাজ দু’টির সঙ্গে যুক্ত হয়ে আমি খুব আনন্দিত। এগুলো মুক্তি পেলে আমার ক্যারিয়ারে নতুন হাওয়া আসতে পারে। ’
‘আলেয়া’তে আমানের পাশাপাশি আরও দেখা যাবে তনুশ্রী চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, কৌশিক গাঙ্গুলি ও প্রিয়াঙ্কা সরকারকে।
২০০৮ সালে হাফিজ উদ্দিন পরিচালিত ‘সেই তুফান’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আমান রেজা। আমানের প্রথম অভিনীত চলচ্চিত্র ‘সেই তুফান’ হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি রেজা লতিফের ‘ভালোবাসার শেষ নেই’। এখনও পর্যন্ত ২৯টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
বিএসকে