ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘বর্ষার গানে রবীন্দ্রনাথ’ গাইবেন স্বতি, অভিক, ইমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
‘বর্ষার গানে রবীন্দ্রনাথ’ গাইবেন স্বতি, অভিক, ইমা স্বতি সরকার, অভিক দেব ও সুমাইয়া ইমাম ইমা

ঢাকা: ‘বর্ষার গানে রবীন্দ্রনাথ’ অনুষ্ঠানে গাইবেন শিল্পী স্বতি সরকার, অভিক দেব এবং সুমাইয়া ইমাম ইমা। ৫ আগস্ট জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টার। সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠানটি শুরু হবে

শিল্পী স্বতি সরকার স্বনামধন্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কাছ থেকে গানের প্রশিক্ষণ নিয়েছেন। বিভিন্ন টিভি অনুষ্ঠানে তিনি সংগীত পরিবেশন করেন।

২০১২ সালে ‘রেখেছি কনক মন্দিরে’ নামে তার একটি গানের এলবাম প্রকাশ পায়।

২০০৯ সালে বাংলাদেশ রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের ‘প্রথম মান’ পুরস্কারে ভূষিত হন শিল্পী অভিক দেব। টেলিভিশন ও বেতারে নিয়মিত গান গান তিনি। ‘সামনে মিলন স্বর্গ’ এবং ‘এ বাণী প্রেয়সি’ নামের তার দু‘টি গানের অ্যালবাম রয়েছে।

শিল্পী সুমাইয়া ইমাম ইমা শিশুকাল থেকেই গানে সঙ্গ পেয়েছেন স্বনামধন্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কাছ থেকে। ২০০৮-২০১৪ সাল পর্যন্ত ‘সুরের ধারা’য় সংগীত শিল্পী হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুধু দেশ নয় ভারতের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও তিনি অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
জিওয়াই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।