শিল্পী স্বতি সরকার স্বনামধন্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কাছ থেকে গানের প্রশিক্ষণ নিয়েছেন। বিভিন্ন টিভি অনুষ্ঠানে তিনি সংগীত পরিবেশন করেন।
২০০৯ সালে বাংলাদেশ রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের ‘প্রথম মান’ পুরস্কারে ভূষিত হন শিল্পী অভিক দেব। টেলিভিশন ও বেতারে নিয়মিত গান গান তিনি। ‘সামনে মিলন স্বর্গ’ এবং ‘এ বাণী প্রেয়সি’ নামের তার দু‘টি গানের অ্যালবাম রয়েছে।
শিল্পী সুমাইয়া ইমাম ইমা শিশুকাল থেকেই গানে সঙ্গ পেয়েছেন স্বনামধন্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কাছ থেকে। ২০০৮-২০১৪ সাল পর্যন্ত ‘সুরের ধারা’য় সংগীত শিল্পী হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুধু দেশ নয় ভারতের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও তিনি অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
জিওয়াই/এএ