ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, শুক্রবার (৪ আগস্ট) চার্টার্ড ফ্লাইটে চড়ে দুপুর পৌনে ১টায় যোধপুর আদালতে পৌঁছান সালমান। যেখানে ২০ হাজার রুপির জামিননামায় স্বাক্ষর করে পাঁচ মিনিট পরই বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন ৫০ বছর বয়সী এই সুপারস্টার।
বিষয়টি নিশ্চিত করে সালমান খানের আইনজীবী হাস্তিমাল সরস্বত গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, আদালত চেয়েছিলেন সালমান নিজে উপস্থিত হয়ে জামিননামায় স্বাক্ষর করুন। আগামী শুনানি হবে আগামী ৫ অক্টোবর। তবে তখন তাকে হাজিরা দিতে হবে না।
১৯ বছর পর গত জানুয়ারিতে বেআইনি অস্ত্র মামলা থেকে বলিউড সুপারস্টার সালমান খানকে খালাস করে দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির দৃশ্যধারণ চলাকালীন দু’টি চিঙ্কারা (কালো হরিণ) শিকারের জেরে তার বিরুদ্ধে এই মামলা হয়েছিলো।
তবে সালমান বেকসুর খালাস হওয়ার পর এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গত মার্চে আপিল করে রাজস্থান সরকার। এ মামলায় গত ৬ জুলাই ২০ হাজার রুপির জামিননামায় স্বাক্ষর করার কথা ছিলো সালমানের। কিন্তু নিরাপত্তাজনিত কারণে আদালতে আসেননি তিনি।
আলি আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শেষ ধাপের দৃশ্যধারণের জন্য আবুধাবি যাবেন সালমান খান। এতে তার সহশিল্পী ক্যাটরিন কাইফ। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
বিএসকে