বিষয়টি নিশ্চিত করে নুসরাত ফারিয়া বলেন, ‘ছবির নাম এখনও ঠিক হয়নি। চিত্রনাট্য হাতে পেয়েছি।
নাম ঠিক না হওয়া এই ছবিটি ভারতের পাঞ্জাবি ছবি ‘জাট অ্যান্ড জুলিয়েট’-এর ছায়া অবলম্বনে তৈরি হবে। এখানে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে ফারিয়াকে। ছবিতে নিজের চরিত্রটি নিয়ে ফারিয়া বলেন, ‘চিত্রনাট্যটি পড়ে মনে হয়েছে, দারুণ মজার। এর আগে যে ধরনের কালারফুল ও বাণিজ্যিক ছবিতে কাজ করেছি, সেই আমেজ এই ছবিতে দ্বিগুণ হয়ে যাবে। ’
ফারিয়া ও জিৎকে নিয়ে এই নতুন কাজের খবর নিশ্চিত করেছেন প্রযোজক আবদুল আজিজও। তিনি বলেন, ‘শুটিংয়ের জন্য মোটামুটি প্রস্তুত আমরা। ’
কিন্তু যৌথ প্রযোজনার নীতিমালা তো এখনো নতুন করে পুনর্গঠন হয়নি। তাহলে কীভাবে ছবির শুটিং করবেন? জবাবে প্রযোজক আজিজ বললেন, ‘যৌথ প্রযোজনার নীতিমালা পুনর্গঠনের জন্য কমিটি হয়ে গেছে। জেনেছি, আগামী রোববার কমিটির প্রথম সভা। যেভাবেই নীতিমালা করা হোক না কেনো, আমরা এর আগেও নীতিমালা মেনে কাজ করেছি, নীতিমালা পুনর্গঠিত হলে সেটিও আমরা মেনেই কাজ করবো। আশা করছি, দৃশ্যধারণ শুরুর আগেই হয়তো নীতিমালা হয়ে যাবে। ’
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
বিএসকে