ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সরকারি সহযোগিতার অপেক্ষায় জব্বার পরিবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
সরকারি সহযোগিতার অপেক্ষায় জব্বার পরিবার আবদুল জব্বার, ছবি: সংগৃহীত

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন এই শিল্পীর পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আবারও আহবান জানিয়েছেন তার স্ত্রী ও পুত্ররা।  

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে আবদুল জব্বারের সহধর্মিনী শাহীন জব্বার বলেন, ‘শিল্পীর দুটো কিডনিই অকেঁজো হয়ে পড়েছে। যতোদিন বাঁচবেন, ডায়ালাইসিস করাতে হবে।

সপ্তাহে তিনটি ডায়ালাইসিস। প্রতিদিন খরচ হচ্ছে ১০-১২ হাজার টাকা। এভাবে আর সম্ভব হচ্ছে না। ’

শাহীন জব্বার আরও জানান, তারা সরকারি সহযোগিতার অপেক্ষায় আছেন। তাদের বিশ্বাস কোটি মানুষের প্রিয় এই শিল্পীকে বাঁচাতে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।  

এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতালে চিকিৎসাধীন আবদুল জব্বারকে দেখতে গিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। এর বাস্তবায়ন হয়নি। আবদুল জব্বারের স্ত্রী ও পূত্র বাবু জাব্বার জানান, তারা এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাননি।  

অন্যদিকে আবদুল জব্বারের চিকিৎসা সহায়তার জন্য ‘কণ্ঠশিল্পী মো. আবদুল জব্বার চিকিৎসা সহায়তা কমিটি’ তৈরি করা হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কমিটির সদস্যরা শিল্পীর চিকিৎসায় এগিয়ে আসার জন্য সবাইকে আহবান জানান।

মুক্তিযোদ্ধা ও অসংখ্য কালজয়ী গানের শিল্পী আব্দুল জব্বার। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন আবদুল জব্বার।

স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’ প্রভৃতি গানের গায়ক আবদুল জব্বার। তার অন্য জনপ্রিয় গানের তালিকাও ছোট নয়। এর মধ্যে রয়েছে ‘ওরে নীল দরিয়া’, ‘পিচ ঢালা এই পথটাকে’ প্রভৃতি।

যুদ্ধের সময় আব্দুল জব্বার হারমোনিয়াম গলায় ঝুলিয়ে কলকাতার বিভিন্ন ক্যাম্পে গিয়ে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্ধুদ্ধ করেছেন। সেই দুঃসময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেয়েছেন অসংখ্য গান। শিল্পীর গাওয়া বিভিন্ন গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছে। আবদুল জব্বার স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।