বুধবার (৯ আগস্ট) ডুব’-এর ছাড়পত্র পেয়ে মোস্তফা সরয়ার ফারুকী বাংলানিউজকে জানিয়েছেন, ‘আমরা যেভাবে উপস্থাপন করতে চেয়েছি, সেভাবেই দর্শকের সামনে আসবে ছবিটি। এখন শুধু মুক্তির অপেক্ষা।
এদিকে, ফারুকীর পাশাপাশি খুশি ছবির অভিনেতা ইরফান খানও। উচ্ছ্বসিত হয়ে বলিউডের এই অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘ডুব’। ”
যৌথ প্রযোজনার ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সূত্রে জানা গেছে, নভেম্বরে ‘ডুব’ মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।
জানা গেছে, বাংলাদেশের পাশাপাশি ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে একযোগে ছবিটি মুক্তি দেওয়া হবে।
জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি ‘ডুব’ ছবিটি ভারত থেকে প্রযোজনা করছে এসকে মুভিজ ও ইরফান খান। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এই ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। অচিরেই আসবে টিজার ও ট্রেলার। ছবিটিতে ইরফানের সঙ্গে আছেন নুসরাত ইমরোজ তিশা, পর্নো মিত্র প্রমুখ।
দেশের নানা বিতর্ককে পাশ কাটিয়ে ‘ডুব’এরই মধ্যে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। পেয়েছে পুরস্কারও।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
বিএসকে