বিষয়টি নিশ্চিত করে সায়রা বানু সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘বুধবার (৯ আগস্ট) বিকেল ৪টায় সাব (দিলীপ কুমার) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এটি আমাদের সকলের জন্য একটি খুশির সংবাদ।
কিডনির সমস্যা ও ডিহাইড্রেশনের (পানিশূন্যতা) কারণে বুধবার (২ আগস্ট) মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয় দিলীপ কুমারকে। সেখানে নিয়েই বর্ষীয়ান এই অভিনেতাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। দিলীপের চিকিৎসার তত্ত্বাবধান করছেন হৃদরোগ বিশেষজ্ঞ ড. নিতিন গোখালে ও কিডনি রোগ বিশেষজ্ঞ ড. অরুণ শাহ।
শুক্রবার (৪ আগস্ট) বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে হাসপাতালের ভেন্টিলেটরে (কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস চালু রাখার যন্ত্র) রাখা হয়েছিলো।
অসুস্থতার কারণে গত কয়েক বছরে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে দিলীপ কুমারকে। এর মধ্যে গত বছরই তিনি অসুস্থ হয়ে পড়েন দু’বার। এ কারণে ৯৪তম জন্মদিনও তাকে কাটাতে হয়েছে হাসপাতালে।
দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি। ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী চলচ্চিত্রে দেখা গেছে তাকে।
দিলীপ কুমারকে বলা হয় বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’। তাকে এই তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি চলচ্চিত্র। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করেন তিনি।
গত বছর ভারত সরকারের কাছ থেকে পদ্মবিভূষণ খেতাব পান দিলীপ কুমার। ১৯৯১ সালে তাকে দেওয়া হয় পদ্মভূষণ। এর তিন বছর পর তিনি পান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
বিএসকে
** ভেন্টিলেশনে দিলীপ কুমার
** ইনশাল্লাহ তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন: সায়রা বানু
** আইসিইউতে ভর্তি দিলীপ কুমার