ওই প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি মাসে দর্শকদের সামনে নিজের প্রথম মঞ্চ নিয়ে হাজির হবেন জুনায়েদ। জার্মান নাট্যকার ব্রেখটের ‘মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’ নামে মঞ্চনাটকটি নির্দেশনা দিচ্ছেন পাদামসি।
পাদামসি জানান, জুনায়েদকে তিনি আগে চিনতেন না। একদিন একজন ফোন করে এই নাটকে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন। পরে তার অভিনয় দেখে তাকে কাজের সুযোগ দেওয়া হয়।
মুম্বাইয়ের এইচ আর কলেজ থেকে স্নাতক করেছেন জুনায়েদ। পরবর্তীতে আমেরিকান অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে মঞ্চে অভিনয়ের ওপর ডিগ্রি নিয়েছেন তিনি।
আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের সন্তান জুনায়েদ। সেই সংসারে আমিরের একটি মেয়েও আছে। নাম ইরা খান।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
বিএসকে