ভোপালের কোহ-ই-ফিজা এলাকায় অবস্থিত ওই সম্পত্তিতে নবাবি আমলে ভোপালের প্রধান বিচারপতি সালামুদ্দিন খানের সরকারি বাসভবন ছিলো। যা এখন দখল করে রয়েছেন সালামুদ্দিনের এক নাতনির স্বামী আজম খান।
এ প্রসঙ্গে শর্মিলা জানান, মনসুর আলি খান পতৌদির সঙ্গে বৈবাহিক সূত্রে ওই সম্পত্তির মালিকানা তার। কারণ পতৌদি ছিলেন ভোপালের নবাব হামিদুল্লা খানের নাতি, তাই তার আসল অধিকারী শর্মিলাই।
তাই আদালতে তার অনুরোধ, দখলদারদের উচ্ছেদ করে তার সম্পত্তি ফিরিয়ে দেওয়া হোক।
শর্মিলা অভিযোগ করে আরও জানান, সমাজবিরোধীদের সাহায্যে ওই বাড়ির তালা ভেঙে ঢুকে তা দখল করা হয়েছে, চুরি করা হয়েছে বেশ কিছু মূল্যবান সামগ্রী। সম্পত্তির মালিকানা সংক্রান্ত কাগজপত্রও জাল করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
বিএসকে/এসও