এটি জীবনানন্দ-উত্তর যুগের বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি শক্তি চট্টোপাধ্যায়ের কালোত্তীর্ণ কবিতা ‘অবনী বাড়ি আছো’-এর অংশ বিশেষ। বহুল পঠিত ও জনপ্রিয় এই কবিতার ভাব ও কিছু লাইন নিয়ে তৈরি হয়েছে একটি গান।
১০ আগস্ট সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে তরুনের কথা-সুর-কণ্ঠে ‘অবনী বাড়ি আছো’ গানটির মিউজিক ভিডিও।
শিল্পী তরুন মুনশী জানান, গানটির সংগীতায়োজন করেছে তারই দল ‘তরুণ ব্যান্ড’। আর ভিডিওটি তৈরি করেছেন শুভব্রত চট্টোপাধ্যায়। এতে তরুণ ও তার ব্যান্ডের সদস্যরা ছাড়াও বিভিন্ন ভূমিকায় রয়েছেন ঈশান, সুমেধা, মাস্টার অংকুর ও সুপ্রতীপ রায়।
প্রিয় কবিতা ও গান নিয়ে ‘স্বার্থপর’খ্যাত গায়ক তরুণ বললেন, “গানটি মূলত কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত ‘অবনী বাড়ি আছো’ কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে করা। ভীষণ ভালো লাগা থেকেই কবিতাটির প্রথম অংশটুকু আমি সংযোজন করেছি। গানটি শ্রদ্ধেয় কবি শক্তি চট্টোপাধ্যায়কে উৎসর্গ করলাম। ”
* ‘অবনী বাড়ি আছো’ গানের ভিডিও:
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এসও