ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শোক দিবসে যেমন থাকবে এফডিসি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
শোক দিবসে যেমন থাকবে এফডিসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ছবি: সংগৃহীত)

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযথভাবে পালন করার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সংগঠন। বরাবরের মতো বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশনেও (এফডিসি) থাকবে দিনব্যাপী আয়োজন।

দিবসটি পালন করতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তথা চলচ্চিত্র পরিবার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। শিল্পী সমিতির নেতা অভিনেতা সাইমন বাংলানিউজকে বলেন, ‘এবার বড় পরিসরে বঙ্গবন্ধুকে স্মরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দিনব্যাপী আয়োজনে অংশ নেবেন চলচ্চিত্রের মানুষ ও তাদের অনুরাগীরা। ’

জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদিন সকাল ১০টায় এফডিসি প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করবেন।

দিনব্যাপী আয়োজনে থাকছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্বেচ্চায় রক্তদান কর্মসূচি, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গণভোজ। এ ছাড়া বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখানো হবে।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।