নোবেল ও তানিয়া আহমেদ মিডিয়ায় যাত্রা শুরু করেছিলেন একই সময়ে, নব্বই দশকের গোড়াতে। সে সময়ই জনপ্রিয়তা পেয়েছিলেন বিপাশা হায়াত।
বিপাশা হায়াতের লেখা একটি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন নোবেল। নাম ‘জ্যোৎস্নাকাল’। অনেক বছর পর আবার একসঙ্গে পর্দায় পাওয়া যাবে লেখক বিপাশা ও শিল্পী নোবেলকে। বিপাশার ‘ছায়া’য় তানিয়া আহমেদের পরিচালনায় জুটি বেঁধেছেন জনপ্রিয় মডে-অভিনেতা নোবেল ও লাক্সতারকা মম।
বিচ্ছেদেই ভালোবাসা ঠিকভাবে প্রকাশিত হয়, ভালোবাসা নানাভাবে প্রকাশ করা যায়। এই নাটকে ভালোবাসার প্রকাশ একেবারেই বিমূর্ত— এমনটাই জানিয়েছেন বিপাশা হায়াত। আসছে ঈদুল আযহায় একটি বেসরকারি টিভিতে প্রচার হবে ‘ছায়া’।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এসও