ছবি: সংগৃহীত
তিনি বাংলাদেশের প্রাণভোমরা, আলোকবর্তিকা, মুক্তির দূত কিংবা জাতির পিতা। যেভাবেই অভিহিত করা হোক, বঙ্গবন্ধুর জন্য কোনও উপমাই যেন যূৎসই নয়। তবু কাব্যে, গানে-সুরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের কমতি নেই। এ কারণেই কি-না মহান এই নেতার নামে লেখা হচ্ছে নিত্যনতুন গান, কবিতা, গাঁথা।
বঙ্গবন্ধুকে নিবেদিত গানের সংখ্যা কম নয়। এর মধ্যে কিছু গান পেয়েছে তুমুল জনপ্রিয়তা।
‘যদি রাত পোহালে শোনা যেতো’, ‘শোনো একটি মুজিবুরের থেকে’, ‘মুজিব বাইয়া যাওরে’, ‘শেখ মুজিব শেখ মুজিব’, ‘সোনার দেশের সোনার ছেলে’ গানগুলো কম-বেশি সবাই শুনেছেন। জাতীয় শোক দিবস (১৫ আগস্ট) উপলক্ষে বাংলানিউজের পাঠকের জন্য তেমনই কিছু গান তুলে ধরা হলো—
* ‘শোনো একটি মুজিবুরের থেকে’
* ‘যদি রাত পোহালে শোনা যেতো’
* ‘আজকের এই দিনে’
* ‘শেখ মুজিব শেখ মুজিব’
* ‘মুজিব বাইয়া যাওরে’
* ‘সোনার দেশের সোনার ছেলে’
* ‘বঙ্গবন্ধু শেখ মুজিব তুমি হে মহান’
* ‘বঙ্গবন্ধু’
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এসও
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।