ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জল-পানি প্রসঙ্গ নিয়ে চলচ্চিত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
জল-পানি প্রসঙ্গ নিয়ে চলচ্চিত্র ‘জল ও পানি’র দৃশ্য

‘জলের উপর পানি না পানির উপর জল/বল খোদা বল খোদা বল/আলীর উপর কালী না কালীর উপর আলী/বল খোদা বল খোদা বল’— এটি লালন ফকিরের বানী তথা গান। এমন বিষয় নিয়ে পরে আরও কবিতা লেখা হয়েছে। তেমনই একটি কবিতা থেকে এবার তৈরি হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জল ও পানি’।

নির্মাতা মাসুদ পথিকের একটি কবিতা অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরি করেছেন রাইসুল তমাল।  এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি।

সংশ্লিষ্টরা জানান, সাম্প্রদায়িক মনঃস্তত্ব তুলে ধরা হয়েছে ‘জল ও পানি’তে। অভিনয় করেছেন নুসরাত জেরি, বাপ্পিরাজ, বদরুদ্দোজা, নিলুফার ওয়াহিদ, আ মা ম হাসানুজ্জামান ও মাস্টার আপন। সম্প্রতি বরিশালের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ হয়েছে। এতে ব্যবহার করা হবে একটি গান, কণ্ঠ দিয়েছেন আদনান রুশদি ও নাদিয়া ডোরা।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।