ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রাজ্জাকের মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শোক 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
রাজ্জাকের মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শোক  রাজ্জাকের মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শোক 

ঢাকা: কিংবদন্তি অভিনয়শিল্পী নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। 

সোমবার (২১ আগস্ট) বিকেল ৬টা ১৩ মিনিটে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

রাজ্জাক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতাকালীন সদস্য ছিলেন।  

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সৈয়দ হাসান ইমাম, সারাহ বেগম কবরী, এটিএম শামসুজ্জামান, পীযুষ বন্দোপাধ্যায় ও অরুণ সরকার রানা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

রাজ্জাকের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।