বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তিন দিনের কর্ম বিরতি ঘোষণা করেছে। ২১ আগস্ট সন্ধ্যায় প্রিয় অভিনেতার মৃত্যুর পরপরই এমন ঘোষণা দেন দুটি সংগঠনের নেতারা।
তারা জানান, রাজ্জাকের শূণ্যতা পূরণ হবে না। সুখে-দুখে এই মানুষটিকে আর পাশে পাবেন না। স্বভাবতই চলচ্চিত্রের অভিভাবকের মৃত্যুতে শোকাহত চলচ্চিত্র পরিবার। এ অবস্থায় কাজ করার মানসিকতা নেই কারোর। কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।
নায়করাজ রাজ্জাক আর নেই
নায়করাজের মৃত্যু, ফেসবুক যেন শোকবই
‘রাজ্জাক ভাই ছিলেন দেশীয় চলচ্চিত্রের ইনস্টিটিউট’
নায়করাজের টানে হাসপাতালে আলমগীর-শাকিব-মৌসুমী
কী হয়েছিলো নায়করাজের?
রাজ্জাকের দাফন কবে কখন কোথায়?
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এসও