‘আমার নামাজে জানাজা যেন একবারই হয় এবং তা আজাদ মসজিদে যেন দেওয়া হয়’— নায়করাজের এমন ইচ্ছের কথা জানিয়েছেন তারই ছোট সন্তান অভিনেতা সম্রাট।
এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী বাদ আছর আজাদ মসজিদেই হবে মরহুমের নামাজে জানাজা।
সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ। তার শোকে ভক্তরা, প্রকৃতিও যেন ভোর রাত থেকে কাঁদছে অঝোরে, ঝরছে বিরামহীন বৃষ্টি।
আরও পড়ুন>>
নায়করাজের টানে হাসপাতালে আলমগীর-শাকিব-মৌসুমী
রাজ্জাকের দাফন কবে কখন কোথায়?
নায়করাজ রাজ্জাক আর নেই
নায়করাজের মৃত্যু, ফেসবুক যেন শোকবই
‘রাজ্জাক ভাই ছিলেন দেশীয় চলচ্চিত্রের ইনস্টিটিউট’
নায়করাজের টানে হাসপাতালে আলমগীর-শাকিব-মৌসুমী
কী হয়েছিলো নায়করাজের?
দুপুরে শহীদ মিনারে নায়করাজকে শেষ শ্রদ্ধা
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
এসও