বাংলানিউজের সঙ্গে আলাপে আবদুল জব্বারের ছেলে বাবু জব্বার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাবা ভালো নেই। তার জন্য সবাই দোয়া করবেন।
আবদুল জব্বার দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ বিভিন্ন বার্ধক্যজনিক রোগে ভুগছেন। পরিবারের দাবি ছিলো, তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার। আর্থিক সংকটের কারণে সেটিও সম্ভব হয়নি। তিন মাস ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন আবদুল জব্বার।
সংগীতশিল্পী আবদুল জব্বার এ পর্যন্ত ছয় হাজারেরও বেশি গান গেয়েছেন। বঙ্গবন্ধু স্বর্ণপদক (১৯৭৩), একুশে পদক (১৯৮০) ও স্বাধীনতা পদকসহ (১৯৯৬) অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’ প্রভৃতি গানের গায়ক আবদুল জব্বার। তার অন্য জনপ্রিয় গানের তালিকাও ছোট নয়। এর মধ্যে রয়েছে ‘ওরে নীল দরিয়া’, ‘পীচ ঢালা এই পথটাকে’ প্রভৃতি।
যুদ্ধের সময় আবদুল জব্বার হারমোনিয়াম গলায় ঝুলিয়ে কলকাতার বিভিন্ন ক্যাম্পে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছিলেন। সেই দুঃসময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেয়েছেন অসংখ্য গান। শিল্পীর গাওয়া বিভিন্ন গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছিলো।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এসও